শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যা বললেন ড. কামাল

0
299

খবর৭১ঃ গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র আবরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় সড়কে প্রতিদিন দুর্ঘটনায় মানুষের অপমৃত্যু হচ্ছে।

ড. কামাল হোসেন বলেন, নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের ছাত্ররা ৯ মাস পূর্বে আন্দোলন করেছিল, দাবি উত্থাপন করেছিল, মৌখিক কিছু দাবি মানাও হয়েছিল। কিন্তু সরকার ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় সড়কে দুর্ঘটনা বেড়েছে।

তিনি বলেন, ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে মেধাবী ছাত্র আবরারের মৃত্যুতে তার সহপাঠীসহ সাধারণ ছাত্ররা আবারও রাজপথে আন্দোলনে নেমেছে। এটা সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ক্ষোভ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here