শিক্ষামন্ত্রীর আশ্বাসেও আশ্বস্ত নয় নন-এমপিও শিক্ষকরা

0
300

খবর৭১ঃ এমপিওভুক্তির দাবিতে ও প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য ২১ মার্চ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তায় অবস্থান করছে নন এমপিও শিক্ষক কর্মচারীরা। তাদের আশ্বস্ত করতে রবিবার (২৪ মার্চ) দুপুর ৩ টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে আসেন শিক্ষা মন্ত্রী দীপু মনি। কিন্তু শিক্ষা মন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারেনি নন এমপিও শিক্ষক কর্মচারীরা।

শিক্ষা মন্ত্রী দীপু মনি তাদের আশ্বস্ত করতে বলেন, ‘১০ বছর হতে চলল আমাদের, এর মধ্যে বঙ্গবন্ধু কন্যা অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিলেন। এখনও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে যেগুলো এমপিও ভুক্ত হয়নি।’

তিনি বলেন, ‘এমপিওভুক্তির সঙ্গে যেহেতু সরকারের আর্থিক বিষয়টিও জড়িত, কাজেই সিদ্ধান্তটা সরকারের অনেক ভেবে চিন্তে নিতে হয়। বর্তমান সরকারের গত মেয়াদে সকল শিক্ষা প্রতিষ্ঠানের কাছ থেকে অনলাইনে আবেদন চাওয়া হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘চারটি ক্রাইটেরিয়ার ভিত্তিতে কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য হবে সেগুলো দেখা হচ্ছে। আমরা পুরো জিনিসটিকে একেবারে প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি হয়তো এক দেড় মাসের মধ্যে ঘোষণাটি দিতে পারব।’

তিনি বলেন, ‘এই যে অর্থ বছর আসছে, এই অর্থবছর থেকে আমরা এমপিওভুক্তির শুরু করতে পারব। আমার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। আমি বিনীতভাবে আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই কাজটি করবার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দিনরাত কাজ চলছে। আমাদেরকে এই সময়টুকু আপনাদের দিতে হবে। আমরা এটি চূড়ান্ত করে ফেলেছি প্রায়। আপনারা আপনাদের প্রতিবাদ কর্মসূচি, অবস্থান কর্মসূচি এটি প্রত্যাহার করে যার যার বাড়িতে ফিরে যাবেন, যার যার কর্মস্থলে ফিরে যাবেন। শেখ হাসিনার সরকার শিক্ষাবান্ধব সরকার, শিক্ষক বান্ধব সরকার। আমাদের সামর্থ্য অনুযায়ী যতোটুকু করণীয় আমরা তার সবটুকু করব। এটুকু আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি।’

শিক্ষামন্ত্রীর আশ্বাস এর বিষয়ে জানতে চাইলে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ‘আমরা অনেকবার আশ্বাস পেয়েছি, কিন্তু আশ্বাসের কোন বাস্তবায়ন পাইনি। শিক্ষামন্ত্রীর বক্তব্য আমরা সম্মানের সহিত গ্রহণ করেছি। কিন্তু তার বক্তব্যে আমরা কোন সুস্পষ্ট নির্দেশনা পাইনি। তার কথায় আমরা আশ্বস্ত হতে পারিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here