শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরিস্থিতি সৃষ্টি হয়নি: শিক্ষামন্ত্রী

0
555
শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, সকল কোচিং সেন্টারও বন্ধ থাকবেঃ শিক্ষামন্ত্রী

খবর৭১ঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পরিস্থিতি হয়নি। তবে পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

রবিবার গুলিস্থানে মাওলানা ভাসানী স্টেডিয়ামে জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত স্থানীয় পর্যায়ে করোনাভাইরাসের সংক্রমণ হয়নি।এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। স্থানীয় পর্যায়ে এটি ছড়িয়ে গেলে প্রয়োজন বোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেব।দীপু মনি বলেন, বিদেশ থেকে যারা করোনাভাইরাসের সংক্রমণ ও আক্রান্ত হয়ে আসছেন তাদের শনাক্ত করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।

এ বিষয়ে আমাদের বন্দরগুলোতে অনেক ভালো প্রস্তুতি ও ব্যবস্থা তৈরি করা হয়েছে। এ বিষয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সকলকে আতঙ্ক ছাড়ানো ও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here