শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

0
384

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সরকারী পিসি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসার মনোজ কান্তি মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেছে। শিক্ষার্থীদের বিক্ষোভের এক পর্যায়ে প্রফেসার মনোজ কান্তি মন্ডলের অপসারন ও তার বিচার দাবীতে অধ্যক্ষ অভিজিৎ বসুকে অবরোধ করলে তিনি উপাধাক্ষ্য শেখ মোস্তাহিদুল আলম রবিকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্তে কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটিকে আগামী ২৮ মের মধ্যে তাদের তদন্ত রির্পোট অধ্যক্ষ তার কাছে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ ছেড়ে পালিয়ে গেছেন বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসার মনোজ কান্তি মন্ডল। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসার মনোজ কান্তি মন্ডল ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন। ইনকোর্স ও মৌখিক পরিক্ষায় ফেল করানোর হুমকি দিয়ে ছাত্রীদেও চুমু খাওয়াসহ যৌন হয়রানীর পাশাপাশি প্রফেসার মনোজ কান্তি মন্ডল ক্লাসে কোরআর শরীফ ও গীতায় ভূল রয়েছে বলে দাবী করার পাশাপাশি হযরত মোহম্মদ (স:) এর বাণী এই যুগে অচল বলে প্রতিনিয়ত শিক্ষাথীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছেন। এসর কারনে শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে বাংলা বিভাগের চেয়ারম্যানের ক্লাশ বর্জন করে বিক্ষোভ শুরু করে। বাংলা বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভে অন্যান্য বিভাগের শিক্ষার্ক্ষীরা ক্লাশ বর্জন করে বিক্ষোভে যোগ দেয়। অচল হয়ে পড়ে গোটা কলেজ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কলেজ ছেড়ে পালিয়ে যান প্রফেসার মনোজ কান্তি মন্ডল। এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রফেসার মনোজ কান্তি মন্ডলের অপসারন ও বিচার দাবীতে অধ্যক্ষ প্রফেসার অভিজিৎ বসুকে অবরোধ করে রাখে। প্রফেসার মনোজ কান্তি মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এনে বাংলা বিভাগের অনেক ছাত্রীসহ শিক্ষার্থীরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ কওে লাগাতর আন্দোলন শুরু করে। বাগেরহাট সরকারী পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসার অভিজিৎ বসু জানান, প্রফেসার মনোজ কান্তি মন্ডলের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে এনে শিক্ষার্থীরা সকাল থেকে ক্লাশ বর্জন করে বিক্ষোভ করেছে। প্রফেসার মনোজ কান্তি মন্ডলের বিরুদ্ধে বাংলা বিভাগের অনেক ছাত্রীসহ শিক্ষার্থীরা লিখিত অভিযোগ করেছেন। শিক্ষার্থীদের অভিযোগগুলো গুরুত্বর। তাই বিষয়টি আমলে নিয়ে উপাধাক্ষ্য শেখ মোস্তাহিদুল আলম রবিকে প্রধান করে শিক্ষকদের দিয়ে ৫ সদস্যের একটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ২৮ মের মধ্যে তাদের তদন্ত রির্পোট দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। রির্পোট হাতে পাবার পর প্রফেসার মনোজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। তদন্ত কমিটির প্রধান উপাধাক্ষ শেখ মোস্তাহিদুল আলম রবি বলেন, ইতি মধ্যেই আমরা আমাদের তদন্ত কাজ শুরু করে দিয়েছি। যথা সময়ে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এদিকে বাংলা বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানী ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ক্লাশ বর্জন করা একাধিক ছাত্রীসহ শিক্ষার্থী জানায়, তাদের কাছে অভিযোগের একাধিক প্রমান রয়েছে। প্রফেসার মনোজ কান্তি মন্ডলের অপসারন ও তার বিচার দাবীর তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here