শিক্ষকদের বেতন কর্তনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

0
281

রতন আচার্য্য, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর ভাতা ও কল্যাণ তহবিলে অতিরিক্ত ৪ শতাংশ কর্তনের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষকরা।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিত (বিটিএ) ঝালকাঠি জেলা শাখা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জাল হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, যুগ্ম-সাধারণ সম্পদক মো. ফারুক হোসেন, রিপন কুমার হালদার, প্রধান শিক্ষক সুনিল বরণ হালদার, প্রধান শিক্ষক মিজানুর রহমান রহমান প্রমুখ ।

বক্তারা বলেন, সরকার বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর ও কল্যাণ চাঁদা ছয় ভাগ থেকে বাড়িয়ে ১০ ভাগ কর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে শিক্ষক সমাজ হতবাক। বেতনের অতিরিক্ত চার ভাগ কর্তনের সরকারি সিদ্ধান্তের আদেশ প্রত্যাহার করা না হলে কঠোর কর্মসূচীর হুমকিও দেন শিক্ষক নেতারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here