শিক্ষকদের ক্লাস বর্জন কর্মসূচির আজ দ্বিতীয় দিন

0
322

খবর৭১:দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে এমপিওভূক্তকরণসহ বিভিন্ন দাবিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি ক্লাস বর্জন কর্মসূচি পালন করছে। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো ক্লাস বর্জন করছেন শিক্ষকরা।মঙ্গলবার থেকে শুরু হওয়া ক্লাস বর্জন কর্মসূচি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

জাতীয়করণসহ ১১ দফা দাবিতে মঙ্গলবার থেকে শিক্ষকরা ক্লাস বর্জন কর্মসূচি পালন করা হচ্ছে। আগামী ২৮ জানুয়ারি রবিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটি।

আন্দোলনকারী শিক্ষকরা বলেন, দেশের ৯৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। তারা সেসব প্রতিষ্ঠান চালালেও নামেমাত্র বেতন-ভাতা পাচ্ছেন। তা দিয়েই মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। অথচ তিন শতাংশ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা উচ্চমানের বেতন-ভাতা পাচ্ছেন। এ কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। এ দাবিতে আমরা রাজপথে নেমেছি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here