শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ

0
294

স্বপন বিশ্বাস মাগুরা প্রতিনিধিঃ
ঈশ্বরদি সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ শিক্ষক মন্ডলীর উপর সন্ত্রাসী হামলা কেন? সিলেটে অধ্যাপক হারুন, ফরিদপুরে সাজিয়া এরপর কে? এমন প্রশ্ন রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মাগুরায় কালো ব্যাজ ধারণ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে জেলা বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, মাগুরা জেলা ইউনিট। সারাদেশে শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে ও কর্মস্থলে নিরাপত্তার দাবীতে সোমবার সকালে মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে মাগুরা সকরারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ অংশ নেন। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর দেবব্রত ঘোষ এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আহসান হাবীব, বিসিএস সাধারণ শিক্ষা ইউনিট মাগুরার সাধারণ সম্পাদক সহযোগি অধ্যাপক মোঃ আবু সাইদ মোল্যা, সহযোগী অধ্যাপক সৈয়দ নিয়ামুল হক, সহকারি অধ্যাপক দিদার আলী জোয়ার্দারসহ অন্যরা। কর্মসূচি চলাকালে মাগুরা জেলা প্রশাসক মোঃ আতিকুর রহমান সেখানে এসে শিক্ষকদের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন। বক্তারা কর্মস্থলে নিরাপত্তাসহ শিক্ষকদের উপর হামলার ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here