শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অবৈধ দোকান পাটে সীলগালা করে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

0
414

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে অবৈধ দোকান পাটগুলো বন্ধ করে দিয়েছে রেল কর্তৃপক্ষ । বুধবার সকাল ১১ টায় বাংলাদেশ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা শায়েস্তাগঞ্জ রেলওয়ে পরিদর্শন করতে আসেন। এসময় রেলওয়ে প্লাটফর্মে পূর্ব পশ্চিম পার্শ্বে অবৈধ দখলকৃত দোকানপাট বন্ধ করার জন্য জানালে অনেক দোকান বন্ধ করে চলে যায়। পশ্চিম পার্শে প্লাট ফর্মের ভেতরে প্রায় ৫টি দোকান সীলগালা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যিক শাখার সহকারি কর্মকর্তা সুলতান আহমদসহ রেলওয়ে কর্মকর্তারা। আগামী ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের ঐসব দোকানপাট বন্ধ রাখার জন্য স্টেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি। এবিষয়ে রেলওয়ে স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান আগামী ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী হবিগঞ্জে আসবেন। জানা যায় বছর চারেক আগে প্লাটফর্মেও দুই পাশেই অবৈধ দোকান পাট গড়ে উঠে। দোকান পাঠ ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here