শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বেলাল গ্রেফতার জি কে গউছের নিন্দা

0
266

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ কোন মামলায় আসামী না থাকা সত্বেও শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলালকে গ্রেফতার করেছে হবিগঞ্জের ডিবি পুলিশ। গতকাল শুক্রবার সন্ধার পর তার নিজ বাড়ী নুরপুর থেকে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করে। তিনি নুরপুর ইউনিয়নের সাবেক ৫ বারের নির্বাচিত চেয়ারম্যান। এদিকে গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, লাখাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ ফরিদ, লাখাই উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম গোলাপ, লাখাই উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিএনপি নেতা আব্দুল আউয়াল ভুইয়া, শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সভাপতি আব্দুল মজিদ, শাহজাহান মিয়া, খোকন মিয়া, যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি কে ঝলক, যুবদল নেতা আতিকুর রহমান সাজন, মোঃ মাসুম মিয়া ও কৃষকদল নেতা এমরান আহমেদ কাওছারকে গ্রেফতার করায় তীব্র নিন্দা জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব জি কে গউছ।
পৃথক বিবৃতিতে তিনি বলেন- কোন মামলার আসামী না হওয়া সত্তেও এসব নেতাকর্মীরেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রশাসনের এই আচরণ সুষ্ঠ নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের গণ গ্রেফতারের বিষয়টি মানুষের উদ্বেগের কারণ হয়ে দাড়িয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। যা একটি জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা প্রত্যাশা করি, পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে এবং একটি শান্তিপূর্ণ সুষ্ঠ নির্বাচন করতে সহায়ক ভূমিকা পালন করবে। দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে পুলিশ প্রশাসন নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাড়াবে, জনগণের ভাষা বুঝার চেষ্টা করবে। অপরদিকে গোলাম কিবরিয়া চৌধুরী বেলালকে গ্রেফতার করায় নিন্দা জানিয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here