শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষ উৎসবের চূড়ান্ত বিষয়ে প্রেস ব্রিফিং

0
389

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবের চূড়ান্ত প্রস্তুতি বিষয়ে প্রেস ব্রিফিং করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের নিয়ে ব্রিফিং করেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ও সাবেক সচিব অশোক মাধব রায়। আহ্বায়ক বলেন, আগামী ৩১ মার্চ ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে হবিগঞ্জ-৩ সংসদীয় আসনের এমপি এডভোকেট মোঃ আবু জাহির, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন। তিনি বলেন, এ বিদ্যালয়ের ৮০টি ব্যাচ থেকে সর্বমোট ৪ হাজার ৬০৫ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশনভূক্ত হয়েছেন। এছাড়াও রেজিস্ট্রেশনভূক্তদের সন্তান, স্বামী-স্ত্রী গাড়ী চালকসহ মোট অংশগ্রহণকারী ৫ হাজার ৩৮৮ জন। থাকবেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, শতবর্ষ পূর্তি উৎসব কমিটির উপদেষ্টা ও পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম হারুন, এডভোকেট মীর গোলাম মোস্তফা, সহকারি অধ্যাপক নাছরিন হক, আব্দুল্লাহ সরদার, রেজিস্ট্রেশন কমিটির আহ্বায়ক ও শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ.স.ম আফজল আলী, প্রচার কমিটির আহ্বায়ক সৈয়দ তানভীর আহমেদ জুয়েল, সাংস্কৃতিক কর্মী আহ্বায়ক বাবুল মল্লিক, হারুন সাইঁ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মহিবুর রহমান প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here