শায়েস্তাগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে সেনাবাহিনী

0
508
শায়েস্তাগঞ্জে সামাজিক দূরত্ব বজায় রাখতে মাঠে সেনাবাহিনী

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও জনসমাগম রোধ করতে প্রচারভিযান শুরু করেছে সেনাবাহিনী। শনিবার (২৮ মার্চ) দুপুরে ১৩ ইষ্ট বেঙ্গল সিলেট সেনানিবাসের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ আরিফ-উজ-জামানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম মাঠে কাজ শুরু করেছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন প্রমুখ।
জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজনীয় কাজ ব্যতিত অযথা বাহিরে ঘোরাঘুরি না করে নিজগৃহে অবস্থান করা, মাস্ক পরিধান করা এবং স্বাস্থ্য সচেতনতামূলক কেম্পেইন পরিচলনা করেছে সেনাবাহিনী।

এসময় স্টেশন রোডে একটি মুদিমাল দোকানের ভিতর লোকসমাগম থাকায় জালালাবাদ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।এদিকে, সেনাবাহিনীর টহলের খবর পেয়ে রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে যায়।
এর আগে সকাল ১০টা থেকে সেনাবাহিনী এই টিমটি চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন হাট-বাজারে প্রচারাভিযান ও টহল দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here