শায়েস্তাগঞ্জে মুক্তিযুদ্ধের বধ্যভূমিতে অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড-

0
236

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ রেলক্রসিং সংলগ্ন মুক্তিযোদ্ধাদের বধ্যভূমিতে অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড। এতে করে ওই বধ্যভূমির পবিত্রতা নষ্ট হচ্ছে। স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছে। একাত্তর সালে এ স্থানটিকে বধ্যভূমি হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে ওই স্থানটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এর উন্নয়নে কোন পদক্ষেপ নেয়া হয়নি। যার ফলে সিএনজি অটোরিকশা শ্রমিকরা এটিকে অঘোষিত স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছে। এ স্থানটিতে পার্শ্ববর্তী এলাকার ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, বধ্যভূমিতে শত শত সিএনজি অটোরিকশা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। অথচ পাশেই রয়েছে শায়েস্তাগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। নাম প্রকাশে অনিচ্ছুক সিএনজি অটোরিকশা চালকরা জানান, জায়াগটি খালি থাকার ফলে কিছু নেতাদের টাকার বিনিময়ে আমরা তা ব্যবহার করছি। প্রতি মাসে আমরা তাদেরকে হাজার হাজার টাকা দিচ্ছি।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here