শায়েস্তাগঞ্জে পৌর আ’লীগ নেতাসহ আটক ১০

0
309

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় পুলিশ এসল্ট মামলায় পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিতার মিয়াসহ ১০জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার রাতে পৌর এলাকার শ্যামপুর গ্রামের তার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। এর আগে শায়েস্তাগঞ্জ থানার পুলিশের এসআই আব্দুল ওয়াদুদ বাদী হয়ে পুলিশ আহতের ঘটনায় মামলা দায়ের করেছে। এর আগে শুক্রবার সকালে সিএনজি মহাসড়কের চলাচলের দাবিতে উপজেলার নছরতপুরে মহাসড়কে মানববন্ধন করে শ্রমিকরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে সিএনজি শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসিসহ ১৫ পুলিশ আহত হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করেছে। এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে শুক্রবার রাত্র বিকাল থেকে রেলপার্কিং এ অবৈধ সিএনজি ষ্ট্যান্ডটি সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়। দেখা যায়নি কোন সিএনজি পার্কিং এলাকায়। প্রেস ক্লাব সংলগ্ন সিএনজি ষ্ট্যান্ড এর অফিসটি ঘটনার পর থেকেই তালাবদ্ধ অবস্থায় রয়েছে। মহাসড়কে কোন সিএনজি চলাচল করতে দেখা যায়নি। এ বিষয়ে হাইওয়ে থানার ওসি জানায় বিভিন্ন পয়েন্টে তারা চেকপোস্ট বসিয়ে সিএনজি আটক করার চেষ্ঠা করছে। পার্কি এলাকায় সিএনজি ষ্ট্যান্ডটি না থাকায় পার্কিং এলাকার দৃশ্যটি পাল্টে যায়, স্টেশন এলাকায় নেই কোন যানজট। সিএনজি ষ্ট্যান্ডটি সরে যাওয়ায় ট্রেনের যাত্রীরা যাতায়াত করতে সুবিধা হচ্ছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here