শায়েস্তাগঞ্জে নাজমা কমিউনিটি সেন্টার ও শাহজালাল বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

0
304

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জে নাজমা কমিউনিটি সেন্টার ও শাহজালাল বেকারীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকাল হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার ও শায়েস্তাগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার মর্জিনা আক্তার ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন। শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজার এলাকার নাজমা কমিউনিটি সেন্টারের খোলা জায়গায় গরু জবাই করার ও বর্জ্য অপসারণ না করায় পরিবেশ দূষণ করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পৌর এলাকার হাসপাতাল সড়কের নোংরা পরিবেশে খাবার তৈরী, বিএসটিআই এর অনুমোদন না থাকায় ও রাসায়ানিক কেমিক্যাল ব্যবহার করার কারণে শাহজালাল বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত এবং মেয়াদোত্তীর্ণ খাবার ও কেমিক্যাল ডাস্টবিনে ফেলা হয়। উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার সতর্ক করে বলেন, বেকারিতে মানসম্মত পরিবেশে খাবার তৈরী না করলে সীলগালা করা হবে। ভ্রাম্যমানে আদালতকে সহযোগিতা করেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশ।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here