শায়েস্তাগঞ্জে দেউন্দি সড়কের বেহাল দশা,ঝুঁকি নিয়ে যান চলাচল

0
260

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি: শায়েস্তাগঞ্জ পৌরসভার দেউন্দি সড়কের বেহাল দশা। বিগত তিন বছর যাবত যান চলাচল করছে ঝুঁকি নিয়ে। রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই কর্তৃপক্ষের। তারপরও দিনে রাতে যান চলাচল করছে এই সড়ক দিয়ে। শায়েস্তাগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডে এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে দেউন্দি চা বাগান যাওয়ার একমাত্র সড়ক এটি। তাই এই সড়কটি দিয়ে ছোট বড় সব ধরণের যান চলাচল করে প্রতিনিয়ত। শায়েস্তাগঞ্জ উপজেলার শায়েস্তাগঞ্জ ইউনিয়ন কাজীরগাঁও, নিশাপট, ফরিদপুর, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের বদরগাজী, শানখলা, বরমপুর, দেউন্দি, এলাকার জনসাধারণ এই রাস্তা দিয়ে শায়েস্তাগঞ্জ শহরে আসে। কিন্তু প্রায় তিন বছর ধরে মহাসড়কের কাছ থেকে এই সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত, খাল-খন্দ হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে থাকে। যে কারণে সিএনজি অটোরিক্সা এমনকি মালবাহী ট্রাক-ট্রাক্টর গর্তের কারণে আটকে যায় এবং তীব্র যানজট সৃষ্টি হয় এই সড়কে। শায়েস্তাগঞ্জ পৌর শহরে এই সড়কের পাশে রয়েছে বালিকা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ের অনেক এই সড়ক দিয়ে যাতায়াত করে। বৃষ্টি হলেই এই সড়কের পানি জমে থাকার কারণে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এই সড়কের পাশেই রয়েছে শায়েস্তাগঞ্জ উপসাস্থ্যকেন্দ্র। সড়কের বেহাল দশার কারণে এই হাসাপতালে রোগীর আসতে পারছে না নিয়মিত। যে কারণে রোগীরা মহাসড়ক দিয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে চলে যায়। এই রাস্তাটি দ্রুত সংস্কার করে বেহাল দশা হতে মুক্ত হওয়ার দাবি সাধারণ জনতা ও ছাত্রছাত্রীবৃন্দ।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here