শায়েস্তাগঞ্জে চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার আসামী ইলিয়াছ এখন আতঙ্কের নাম নিরাপত্তাহীনতায় ভুগছে বাদীসহ স্বাক্ষীরা

0
220

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি ঃ শায়েস্তাগঞ্জে চাঞ্চল্যকর সুজন হত্যা ও চুনারুঘাটের নরপতি গ্রামের সিএনজি চালক জলিল হত্যা মামলার অন্যতম আসামী ইলিয়াছ এখন শায়েস্তাগঞ্জ শহরে একটা আতঙ্কের নাম। উচ্চতর আদালত থেকে ২৮ শে ডিসেম্বর ২০১৭ সালে সুজন হত্যা মামলা জামিন নিয়ে গত ২৪ জানুয়ারি ২০১৭ ইং ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩৫ টি মোটরসাইকেল, ২০ টা মাইক্রো একটা এ্যাম্বুলেন্স নিয়ে শায়েস্তাগঞ্জ শহরের উপর দিয়ে হবিগঞ্জে জজ কোর্টে গত বুধবার বিকাল ৩টায় তার বাহিনী নিয়ে শোডাউন করে জামিনের কাগজ জমা দিতে যায়। পরে বেলা সাড়ে ৪ টায় গাড়ি বহর ও তার বাহিনী নিয়ে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামে তার বাড়িতে আসে। এতে হবিগঞ্জ জেলাশহর সহ শায়েস্তাগঞ্জে মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে হবিগঞ্জে জজ কোর্টে শো ডাউন করায় কয়েকজন সিনিয়র আইনজীবি জানান আমাদের পেশাগত জীবনে এমন মহড়া কাউকে আদালত প্রাঙ্গনে করতে দেখা যায়নি। একজন আসামী গত ২৬ শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যা হঠাৎ ইলিয়াছ তার বাহিনী নিয়ে দাউদনগর গ্রামের বাড়ি থেকে মিছিল সহকারে দাউদনগর বাজার বাল্লা গেইট এলাকায় শোডাউন করে। এতে আতঙ্কিত হয়ে পড়ে শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী ও শহরবাসী । ইলিয়াছ শায়েস্তাগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ডের দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের মৃত মরম আলীর পুত্র আলী আহমদ সুজনকে ২০০৮ সালে ১৩ই এপ্রিল দাউদনগর বাজার রেলগেইট এলাকায় প্রকাশ্যে হত্যা করে। এর পর থেকে সে পলাতক ছিল দীর্ঘদিন। পলাতক অবস্থায় চুনারুঘাট থেকে ২০১০ সালে নবীগঞ্জ যাওয়ার পথে বাহুবলে আসলে চুনারুঘাটের সিএনজি চালক জলিল কে হত্যা করে পালিয়ে যায়। পরে তাকে বানিয়াচং তাকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, সুজন হত্যা মামলার বাদী আলী আকবর শিপন প্রতিনিধিকে জানায় ইলিয়াছ জামিনে এসেই তার বাহিনীকে নিয়ে গত শুক্রবার শোডাউন করে এবং আমাকে মামলা তুলে নেওয়ার জন্য প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এ বিষয়ে আমি থানায় একটি জিডি করব। এতে আতঙ্কে রয়েছে মামলার বাদী ও স্বাক্ষীরা। নাম প্রকাশে অনিচ্ছুক মামলার এক স্বাক্ষী জানায় ইলিয়াছ জামিনে আসার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি। উল্লেখ্য ইলিয়াছ সুজনকে হত্যা করার আগে তার বন্ধু হাসান কুর দিয়ে মনিকা সিনেমাহলের সামনে গলা কেটে দেয় অল্পের জন্য হাসানের প্রাণ রক্ষা পায়। এরপর থেকে শায়েস্তাগঞ্জ সে শায়েস্তাগঞ্জে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে বলে জানায় এলাকাবাসী।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here