শায়েস্তাগঞ্জে গজার মাছের পুকুরে বিষ ॥ মাছ রক্ষায় এলাকাবাসীর চেষ্টা

0
768

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ পৌর শহরের প্রাণ কেন্দ্র দাউদনগরে অবস্থিত হযরত সৈয়দ হাসান উল্লা (রঃ) ওরফে নাছির প্রকাশ ছাওয়ালপীর দরবার শরীফের কাছে গায়েবী গজার মাছের পুকুর। ঈদুল আজহার দিন সকালে খবর ছড়িয়ে পড়ে এ পকুরে বিষ প্রয়োগে মাছ মরে যাচ্ছে। সাথে সাথে এ খবর শুনে লোকজন জড়ো হতে থাকেন। ঘটনাস্থলে ছুটে যান শায়েস্তাগঞ্জ এলাকাবাসী। বিষাক্রান্ত মাছগুলো রক্ষায় তিনি (পৌর মেয়র) নিজস্ব খরচে চুন ও বিষ প্রতিরোধক ঔষধ এনে পুকুরে প্রয়োগ করেন। এতে কিছুটা হলেও মাছ রক্ষা পায়। কিন্তু এর পূর্বে বিপুল পরিমাণ গায়েবী গজারসহ নানান প্রজাতির মাছ মরে যায়। মাছ রক্ষায় পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার ভূমিকার প্রশংসা করেন স্থানীয় লোকেরা। তাৎক্ষণিক এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যান। ওসি আনিছুর রহমান বলেন, এ কাজ যারা করেছে তারা পশুর চেয়েও অধম। পুলিশ এ ব্যাপারে নজর রাখছে।গজার মাছের ঘাট রক্ষণাবেক্ষণকারী খাদেম জানান, শত শত বছরের ঐতিহ্য এ গজার মাছ। গজার মাছ দেখার জন্য প্রতিদিন শত শত ভক্ত এখানে আসেন। যারা বিষ প্রয়োগ করে এ মাছগুলোকে মেরে ফেলেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। সূত্র জানায়, কয়েকশত বছর পূর্বে এখানে গায়েবী গজার মাছের সন্ধান পাওয়া যায়। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন লোকেরা মানত করে এ মাছের ঘাটে আসেন। এ ঘাটে বিষ প্রয়োগ করে গজার মাছ মেরে ফেলার খবর পেয়ে ভক্তদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শান্তি করেছেন ভক্তবৃন্দ, এলাকাবাসী ও জনপ্রতিনিধিবৃন্দ
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here