শায়েস্তাগঞ্জে এইচএসসিতে পাশের হার ৬১%

0
240

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তিনটি কলেজে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৬১ দশমিক ৬০ ভাগ। বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুরে শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন কলেজ সূত্র জানায়, তিনটি কলেজ থেকে ১ হাজার ১৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৭২২ জন। তন্মধ্যে একজন শিক্ষার্থীও জিপিএ-৫ অর্জন করতে পারেনি। শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অফিস সহকারি (হিসাব) সৈয়দ মোঃ ইলিয়াছ জানান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ থেকে ৯৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৫২০ জন। তন্মধ্যে বিজ্ঞান বিভাগে পাশের হার শতকরা ৭১ ভাগ, মানবিকে ৫২ ভাগ ও বাণিজ্য বিভাগে ৪৮ ভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জহুর চান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জালাল উদ্দিন রুমি জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১৭২ জন। পাশ করেছে ১৫৪ জন। তন্মধ্যে মানবিক থেকে পাশের ৮৭ ভাগ, বিজ্ঞানে ৯০ ভাগ ও বানিজ্য বিভাগে শতভাগ পাশ করেছে । কলেজের অধ্যক্ষ মোঃ নাছির উদ্দীন জানান- এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৭০ জন। পাশ করেছে ৪৮ জন। তন্মধ্যে মানবিক থেকে ৭১ ভাগ ও বাণিজ্য বিভাগ থেকে ৫০ ভাগ পাশ করেছে।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here