শায়েস্তাগঞ্জে আমনের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

0
560

মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতনিধি: দিগন্ত জুরে সোনালী আভা। সেই সাথে কৃষাণ-কৃষাণীর চোখে-মুখে আনন্দের ঝিলিক। কিছু দিনের মধ্যেই গোলায় ধান উঠার কাজ হয়ে যাবে। এমন আশায় বুক বেধে আছেন কৃষকরা। ইতোমধ্যে শায়েস্তাগঞ্জে আমন ধান কাটা প্রায় শেষ পর্যায়ে। উপজেলার সর্বত্র রোপা আমনের বাম্পার ফলন আশা করছেন কৃষকরা। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন এলাকাজুড়ে আমন ধানের বাম্পার ফসলের দৃশ্য দেখে কৃষাণ-কৃষানীরা আনন্দে আত্মহারা। ধানের বাম্পার ফসল সবুজের সমারোহ চোঁখে পড়ছে। এবার আমনের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষক-কৃষাণীর মুখে হাসি। উৎসব মুখর পরিবেশে চলছে ধান কাটার কাজ। শায়েস্তাগঞ্জে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আমন ধানের এমন ফলনে এ বছর কৃষকের চোখে মুখে হাঁসি ফুটেছে। লক্ষ্যমাত্রা অতিক্রম করে প্রতি হেক্টরে এবার সাড়ে ৪ থেকে ৫ টন ধান উৎপাদিত হয়েছে। জানা যায়, আবহাওয়া অনুকুলে, রোগ বালাই ও পোকা-মাকড় দমন করায় ভালো ফলন পাওয়ার আশা করছেন কৃষকরা।

উপজেলার বিভিন্ন হাওর ও মাঠে সবুজ আর সোনালী ছোপ, বিকালে হালকা বাতাস, সকালে শিশির ভেজায় দূলছে রোপা আমন ধান। সেই সাথে দূলছে কৃষক-কৃষানীর মন। খুশির আনন্দে ঢেউ আছড়ে পড়ছে মাঠে ও গ্রামে। কৃষকদের চোখের কোণে খুশির ঝিলিক ও সোনালী স্বপ্ন দেখা যাচ্ছে।সরজমিন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কিছু কিছু এলাকায় কৃষক পাকা ধান কেটে আঁটি বেঁধে নিয়ে আসছেন। কেউ কেউ মাড়াইয়ের কাজ করছেন। আবার অনেকে ধান সিদ্ধ দিচ্ছেন। ঘাম ঝরানো কৃষকরা জানান, এ বছর বেশি বৃষ্টি হওয়াতে ও যথাসময়ে জমিতে সার দিতে পারায় ধানের ফলন আগের তুলনায় অনেক বেশি হয়েছে। এবার আমন ধানের ফলন ভাল হওয়ায় ধান চাষ লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় আমনের এমন বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। শায়েস্তাগঞ্জে উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, উপজেলায় এ বছর ৮ হাজার ২শত হেক্টর জমিতে রোপা আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ফলন ভাল হওয়ায় এবার ১১ হাজার ২ শত ৫০ হেক্টর লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। প্রতি হেক্টরে সাড়ে ৪ থেকে ৫ টন ধান উৎপাদিত হয়েছে। এবার আশার চেয়ে ও ফলন অনেক ভাল হয়েছে। কৃষকের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here