শায়েস্তাগঞ্জের স্বর্ণ ব্যবসায়ী দুর্বৃত্তদের হাতে নিহত

0
399

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধিঃ শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী ছমির বনিক(৪৫) দুর্বৃত্তদের হাতে বি-বাড়িয়ায় নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টায় বি-বাড়িয়া শহরের পাশে সুহিলপুর নামকস্থানে এ ঘটনাটি ঘটেছে। নিহত ছমির বনিক শায়েস্তাগঞ্জ পৌর শহরের মহলুলসুনাম আবাসিক এলাকায় নিজস্ব বাসা করে বসবাস করে আসছিলেন। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ জানায়, স্থানীয়রা রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে ছমির বনিক উদ্ধার করে বি-বাড়িয়া সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিভাবে সে নিহত হয়েছে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। সূত্র জানায়, ছমির বনিকের গ্রামের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পইলে হলেও তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন যাবৎ শায়েস্তাগঞ্জে বসবাস করছেন। নিহত ছমির বণিক পৈল গ্রামের মৃত কৃষ্ণ কুমার বণিকের পুত্র ও শায়েস্তাগঞ্জের রাজু জুয়েলার্সেও মালিক মিহির কুমার বণিকের ছোট ভাই। স্বর্ণ ব্যবসায়ী হিসেবে তার সুনাম রয়েছে। রাতে তার মৃত্যুর খবর শোনে তার মিহির বণিক সহ তার আত্মীয় স্বজনরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ছুটে যান। বৃহস্পতিবার দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে ময়না তদন্ত শেষে তার মৃতদেহ শায়েস্তাগঞ্জে নিয়ে আাসা হয়। বিকেলে পৌর শ্মশান ঘাটে তার অন্তুষ্টিক্রিকয়া সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৯ বছরের একটি ছেলে সন্তান রেখে যান। তার মৃত্যুতে শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির নেতৃবৃন্দরা নিহত ছমির বণিকের বাসায় ছুটে যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here