শাহবাগে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা

0
260

খবর৭১ঃ রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দ্রুত বিচার ও নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত বিচার ও ফাঁসি দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

বুধবার (০১ আগস্ট) সকাল দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল সহকারে সেখানে যোগ দেয়। এতে যান চলাচল বন্ধ হয়ে শাহবাগ মোড়মুখী সড়কগুলো স্থবির হয়ে পড়েছে।

গত রবিবার (২৯ জুলাই) বিমানবন্দর সড়কে ওই বাসচাপার ঘটনায় আজ চতুর্থ দিনের মতো রাস্তায় নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। রাজধানী উত্তরা, ফার্মগেট, সায়েদাবাদ, সায়েন্সল্যাবসহ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এতে প্রায় অচল হয়ে পড়েছে রাজধানী।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here