শাহজালাল বিমানবন্দরে ২৪ কেজি স্বর্ণ জব্দ

0
416
শাহজালাল বিমানবন্দরে ২৪ কেজি স্বর্ণ জব্দ

খবর৭১ঃ রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪ কেজি ওজনের স্বর্ণবার জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

বুধবার রাত পৌনে ৮টার দিকে বিমানের ভেতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

সূত্রে জানা গেছে, বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৫ ফ্লাইট তল্লাশির সময় বিজনেস ক্লাসের চারটি সিটের হাতলের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় কালো স্কচটেপে মোড়ানো ১২টি দণ্ড আকৃতির বস্তু পান কাস্টমস সদস্যরা।

পরে সেগুলো বিমান বন্দরের ভেতরে ব্যাগেজ কাউন্টারে এনে খুলে ২৪টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন এক কেজি করে। জব্দ স্বর্ণের মূল্য প্রায় ১৭ কোটি টাকা। এ বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here