শাহজালাল বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

0
187

খবর৭১ঃ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বিমানবন্দরের কার্গো শাখায় জিপারের একটি কার্টন থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ৫০০ গ্রাম।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার একটি দল জানতে পারে সিঙ্গাপুর থেকে রাত ১০টা ৪০ মিনিটে SQ 446 বিমান যোগে স্বর্ণ এসেছে এবং তা জিপারের প্যাকেটে লুকানো রয়েছে।

পরে কার্গো শাখায় গিয়ে জিপার ভর্তি দুটি কার্টন বের করা হয়। প্যাকেটগুলো খুলে ২৫টি স্বর্ণের বার পাওয়া যায়।

উদ্ধার হওয়া এসব স্বর্ণের বারের মূল্য প্রায় এক কোটি পঁচিশ লাখ টাকা।

এ বিষেয় শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here