শাহজালালে ৫৫ লাখ টাকার স্বর্ণ ও নকল ওষুধ জব্দ

0
439

খবর ৭১: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫০ লাখ টাকা মূল্যের এক কেজি স্বর্ণ এবং ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

শুক্রবার দিবাগত রাতে এসব স্বর্ণ ও ওষুধ জব্দ করা হয় বলে শনিবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে থাইল্যান্ড থেকে আসা ফ্লাইটটির এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রম করার পর শুল্ক গোয়েন্দার একটি দল মনকিন আহম্মেদ নামের ওই যাত্রীকে আটক করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী স্বর্ণ আনার কথা অস্বীকার করেন। অধিকতর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে যাত্রী তার রেক্টামে স্বর্ণ রাখার বিষয়টি স্বীকার করেন।

অপর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে রাকিবুল হাসান সুমন নামের একজন যাত্রীর কাছে থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here