শাহজাদপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ১ জন নিহত

0
430

রাজিব আহম্মেদ, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর পৌরসদরসহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এছাড়া বজ্রপাতে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের রাউতরা গ্রামের মফিজ নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঝড়ে বৈদ্যুতিক খুঁটিসহ বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে। সদ্য ফুলে ওঠা ইরিবোরো ধান মাঠের মধ্যে নেতিয়ে পড়েছে।

ফলে স্থানীয় কৃষকেরা দুঃশ্চিন্তাগ্রস্থ হয়ে পড়েছে। ঝড়ের সাথে প্রবল দমকা হাওয়া ও মুষলধারায় বৃষ্টি ও বজ্রপাত হয়। প্রবল দমকা হাওয়ায় উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশত ঘর ভেঙে পরেছে ও বিলবোর্ড দুমড়ে মুচরে গেছে। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল প্রায় ৬টার দিকে উপজেলারর পৌরএলাকা, কায়েমপুর, গাড়াদহ, নরিনা, পোতাজিয়া, গালা, কৈজুরী, পোরজনাসহ বিভিন্ন ইউনিয়নের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের তাণ্ডবে উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি নেতিয়ে পড়েছে ও ভেঙ্গে গেছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যমুনা তীরবর্তী অঞ্চল ও দুর্গম চরাঞ্চলগুলিতে।

এসব স্থানের প্রায় অর্ধ শতাধিক কাঁচা ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেকের ঘরের টিনের চালা উড়ে গেছে, কাঁচা ঘরবাড়ির বেড়া ভেঙ্গে পড়েছে। ঝড়ের তান্ডবে বিভিন্ন স্থানে অসংখ্য গাছপালা সমূলে উপড়ে পড়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুরো উপজেলা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here