শার্শায় আবারো রাস্তা অবরোধ শিক্ষার্থীদের

0
307

জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধিঃ

যশোরের শার্শায় প্রাইভেটের চাপায় এক শিক্ষার্থীর শরীর থেকে পা বিচ্ছিন্নের ঘটনায় যশোর-বেনাপোল মহাসড়কের নাভারনে সড়ক অবরোধ করেছে স্কুলের ছাত্র-ছাত্রীরা।

শনিবার (২৩ মার্চ) সকাল থেকে যশোর-বেনাপোল মহাসড়ক‌ের নাভারন সাতক্ষীরা মো‌ড়‌ে এ অবরোধ কর্মসূ‌চি পালিত হয় এ সময় ছাত্র-ছাত্রীরা ব‌লেন, সড়ক দূর্ঘটনার ৪৮ ঘন্টা প‌ে‌রি‌য়ে গেল‌েও পু‌ল‌িশ এখনও ঘাতক চালকক‌ে আটক করতে পারেনি।

তারা আরও দাবি করেন, অনতিবিলম্বে ঘাতক চালককে আটক করতে হবে। সেই সাথে আমাদের সহকর্মী নিপার সমস্ত চিকিৎসা খরচ বহনসহ তাকে উন্নত চিকিৎসার ব্যবস্হা করতে হবে। এ সময় প্রশাসনের পক্ষ থেকে ঘাতক চালককে আটকের প্রতিশ্রুতিসহ ছাত্র-ছাত্রীদের সকল দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা সকাল ১০ টার সময় অবরোধ প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ মার্চ) গাড়ির চাপায় নাভারণ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নিপা নামে এক স্কুলছাত্রীর শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় তার সাথে থাকা স্মৃতি ও রিপা নামে আরো দুই স্কুল ছাত্রী আহত হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here