শার্শায় আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটি’র সভা অনুষ্ঠিত

0
288

খবর৭১ঃজাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ই মার্চ সকাল সাড়ে ১০টায় শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে এই আইন-শৃংখলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানার (ওসি) তদন্ত তাসমীম আলম তুষার, বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার তৌহিদুর রহমান, প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা জয়দেব কুমার সিংহ, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফার হোসেন, বেনাপোল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান, শার্শা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বাঁগআচড়া ইউপি চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, কায়বা ইউপি চেয়ারম্যান ফিরোজ হাসান টিংকু, লক্ষনপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রবিউল ইসলাম, মৎস কর্মকর্তা আবুল হাসান, আনসার ও ভিডিপি কর্মকর্তা শ্যামা প্রসাদ অধিকারী, বিজিবি কর্মকর্তাগন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম সাহিন, সাধারণ সম্পাদক আয়ুব পক্ষী, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রিপন, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম,প্রচার সম্পাদক রাসেল ইসলাম, সহঃপ্রচার সম্পাদক সেলিম রেজা তাজ, আইন বিষয়ক সম্পাদক জাহিরুল ইসলাম মিলন, সদস্য লোকমান হোসেন রাসেলসহ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীগন।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here