শারীরীক ও মানষিক সুস্থতায় খোলাধুলার বিকল্প নেই —অলিউর রহমান চৌধুরী বকুল

0
579

হাবিবুর রহমান নাছির, ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেছেন, খেলাধুলা ও বিনোদন যুব সমাজকে বিপদগামী হওয়া থেকে দূরে রাখে। যুব সমাজের অবক্ষয় রোধে নিয়মিত প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। শারীরীক ও মানষিক সুস্থতায় খোলাধুলার বিকল্প নেই। একজন ভাল খেলোয়াড় তার ক্রিড়া নৈপুন্যের মাধমে দেশ ও জাতীর গৌরব বয়ে আনতেপারে। বৃহস্পতিবার রাতে পৌরসভার তাতিকোনা এলাকার পশ্চিমের মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারনী ম্যাচে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগের   শ্রেষ্ঠ   উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন। তাতিকোনা নবীন একাদশ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইন্যাল খেলায় মুখোমুখী হয় গোবিন্দগঞ্জ ক্লাব ও সদর ইউনিয়নের বাউসা ফুটবল ক্লাব। খেলার নির্ধারিত সময়ে গোবিন্দগঞ্জ ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে বাউসা ফুটবল ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। এসময় ক্রিড়া সংগঠক সামছুদ্দিন মিয়া, সুহেল মাহমুদ, শরীফ আলম, শামীম আহমদ,আলী আকবর, আল আমিন, সাইদী, নুর আলম, অঞ্জন দাস, নুপুর দাসসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here