শান্তিতে নোবেল পেলেন যৌন সহিংসতার বিরুদ্ধে লড়াইকারীরা

0
223

খবর৭১ঃযুদ্ধক্ষেত্রে নারীর প্রতি যৌন সহিংসতাকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতিস্বরূপ শান্তিতে নোবেল পেয়েছেন কঙ্গোর ড্যানিশ মুকওয়েগা ও ইরাকের নাদিয়া মুরাদ।

শুক্রবার অসলোতে নরওয়ের নোবেল একাডেমি আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

পুরস্কার হিসেবে একটি করে স্বর্ণের মেডেল পাবেন মুকওয়াগে এবং নাদিয়া মুরাদ। সেই সঙ্গে যৌথভাবে ৯০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন তারা।

ইরাকের নাদিয়া মুরাদের বয়স ২৫ বছর। মালালা ইউসুফজাইয়ের পর তিনিই নোবেল শান্তি পুরস্কারজয়ী দ্বিতীয় সর্বকনিষ্ঠ।

এর আগে ২০১৬ সালে যুগ্মভাবে ইইউর মর্যাদাকর সাখারভ হিউম্যান রাইটস পুরস্কারজয়ী হন নাদিয়া মুরাদ। এছাড়াও সে বছরই তিনি ভূষিত হন কাউন্সিল অব ইউরোপের ভ্যাকলাভ হ্যাভেল হিউম্যান রাইটস পুরস্কারে।

৬৩ বছর বয়সী মুকওয়াগে বিশ্বের বিখ্যাত একজন কঙ্গো সার্জন। তিনি কঙ্গোর বুকাবুতে অবস্থিত পাঞ্জি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও পরিচালক।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here