শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল ঢাকা সাঈফ স্পোটিং ক্লাব

0
212

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত চতুর্থ শহীদ শেখ আবু নাসের ফুটবল টূর্নামেন্টের শিরোপা জিতল ঢাকা সাঈফ স্পোটিং ক্লাব। বৃহস্পতিবার বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে পাবনা জেলা পুলিশ ফুটবল দলকে ৪-১ গোলে পরাজিত করে। খেলার প্রথমার্ধের সাঈফ স্পোটিং ক্লাবের ২১ নম্বর জার্সিধরী খেলোয়াড় স্বাধীন প্রথম গোল করেন। দ্বিতীয়ার্ধের বিজয়ী দলের ২৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় রহিম আরও এক গোল করে দলকে এগিয়ে নেয়। খেলার ১১ মিনিটের মাথায় বিজয়ী দলের সতীর্থ খেলোয়াড় স্বাধীন আরও এক গোল করেন। পাবনা জেলা পুলিশ দলের ১০ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় কাফি একগোল পরিশোধ করতে সমর্থ। খেলার শেষ মুহুর্তে মাথায় সাঈফ স্পোটিং ক্লাবের ৯৯ নম্বর জার্সিধারী বিদেশি খেলোয়াড় জিয়ো আরও এক গোল করে ব্যবধান বাড়ান। খেলা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শিদী প্রধান অতিথি হিসেবে সাঈফ স্পোটিং ক্লাবের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি হিসেবে নগদ ৫ লাখ টাকা তুলে দেন। টূর্নামেন্টের রার্নাসআপ দলকে ট্রফি ও ৩ লাখ টাকা প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্টানে বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মান্মিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট ১ আসনের এমপি বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন । অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট ৪ আসনের এমপি ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, যুগ্ন সচিব শেখ আতাহার হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য চৌধুরী জাকির হোসেন প্রমুখ। খেলা পরিচালনা করেন কামাল হোসেন, সহকারী রেফারী ছিলেন জীবন দাস, পলাশ সেন ও তৈয়েব হোসেন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here