শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুর জেলা বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

0
365

এস. এম. রাসেল, মাদারীপুর প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌর শহরের পানিছত্র এলাকার আলজাবির উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আবু বকর সিদ্দিক (আবু মুন্সী) এর সভাপতিত্বে বুধবার ইফতার পূর্ব আলোচনা সভার সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহান্দার আলী জাহান।

জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে শহীদ জিয়ার কর্মময় জীবন ও আদর্শ সম্পর্কে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান হাওলাদার, এ্যাড. মোঃ সাইফুর রহমান চুন্নু, যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম লিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিনুর হোসেন মিঠু, মাদারীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. জাফর আলী মিয়া, সাধারন সম্পাদক মার্তুজা আলম ঢালী, সাংগঠনিক সম্পাদক গাউছ উর রহমান, পৌর বিএনপির সভাপতি এ্যাড. শরীফ মোঃ সাইফুল কবীর, শিবচর উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়াজ্জেম হোসেন রোমান, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হাজী রাসেল খান, যুগ্ন আহ্বায়ক শাহাদাত হোসেন হাওলাদার, জেলা ছাত্রদল সভাপতি মোঃ মোফাজ্জেল হোসেন মফা খান, সিনিয়র সহ-সভাপতি ও নাকসুর সাবেক ভিপি মাসুদ পারভেজ প্রমূখ।
অপর দিকে, একই দিনে শহরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে জেলা যুবদল সভাপতি ও কেন্দ্রীয় যুবদল নেতা মিজানুর রহমান মুরাদের স ালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনে বিএনপির মণোনয়ন প্রত্যাশী খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কাজী হুমায়ন কবীর, সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন হাওলাদার, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বেপারী, ড্যাব নেতা ডাঃ লুৎফর রহমান, যুবদল নেতা মিজান সিকদার, মনিরুজ্জামান ফুকু ও ছাত্রদল নেতা মোঃ আরিফ সরদার প্রমুখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সোবহান খান প্রমূখ। পরে শহীদ জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও দেশ এবং জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here