শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজে রহস্য জনক চুরি ঘটনা স্থল পরিদর্শনে নড়াইল ১ আসনের এমপি কবিরুর হক মুক্তি

0
686

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের নতুন প্রশাসনিক ভবনের গেটের ও দরজার তালা ভেঙ্গে রহস্য জনক চুরি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাতের কোন এক সময় অজ্ঞাতনামা চোরেরা দরজার তালাসহ আলমীরা ভেঙ্গে কাগজপত্র তছনছ করে সামন্য কিছু টাকা নিয়ে পালিয়ে গেছে। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও নড়াইল ১ আসনের এমপি মো.কবিরুর হক মুক্তিসহ নড়াইলের কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন। কলেজ সুত্রে জানা যায়, ওইরাতের কোন এক সময়ে অজ্ঞাতনামা চোরেরা কলেজের নতুন প্রশাসনিক ভবনের প্রবেশ দ্বারের ক্লপসিপল গেটের তালা ভেঙ্গে ভবনে ভিতরে ঢুকে দু’টি অফিস রুমের দরজার তালা ও ৪টা আলমীরা ভেঙ্গে অফিসের কাগজপত্র তছনছ করাসহ ৮০০ টাকা নিয়ে পালিয়ে যায়। অধ্যক্ষ মঙ্গলবার ভোরে কলেজের নাইট গার্ডের মাধ্যমে চুরির খবর জানতে পান। এ বিষয় অধ্যক্ষ তপন কুমার দাশ নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনসহ থানায় অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে। নড়াইলের কালিয়া থানার দ্বিতীয় কর্মকর্তা এস আই শিমুল কুমার দাশ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করে বলেন,‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কলেজ কর্তৃপক্ষ কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।’

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here