শরীয়তপুরে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু

0
425

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ও এলজিএসপি-৩ এর অর্থায়নে গ্রামীণ জনগণের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে স্বাস্থ্য-শিক্ষা ও চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিনোদপুর ইউনিয়নে স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান। স্বাস্থ্য সেবা প্রদান করেন, সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ ডা. আম্বিয়া আলম কনা। এসময় ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, সরকারের গৃহীত স্বাস্থ্য সেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দিতে প্রতিটি ইউনিয়নে এই মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের ফলে গ্রামীণ জনসাধারন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্য সেবা, পথ্য পাবেন। এসময় উপস্থিত ছিলেন, বিনোদপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান লিটন মুন্সী, সচিব লিয়াকত হোসেন, ইউপি সদস্য মোহাম্মদ আলী, জাকির হোসেন, মালেক বেপারী, এমদাদ মাদবর, নুরজাহান বেগম, শাহনাজ পারভীন, নজরুল ইসলাম সিকদার, মোক্তার হোসেন প্রমুখ। এ সময় প্রায় দেড় শতাধিক ব্যক্তিকে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here