শরীয়তপুরে তারেক রহমানের ফাঁসির দাবিতে ইকবাল হোসেন অপু’র পক্ষ থেকে বিক্ষোভ মিছিল

0
318

শরীয়তপুর প্রতিনিধি:
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফাঁসির দাবিতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ইকবাল হোসেন অপু’র পক্ষ থেকে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার ঢাকায় কোর্টে তারেক রহমানের যাবজ্জীবন কারাদ্বন্ড রায় ঘোষণার পর দুপুরে শরীয়তপুর শহরে তার ফাঁসির দাবিতে শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী ও শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তাইজুল ইসলাম সরকার এবং যুবলীগ নেতা বিপ্লব হোসেন নিপু মিয়ার নেতৃত্বে শরীয়তপুর শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে যুবলীগের পক্ষে অংশগ্রহণ করেন, সদর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন সরদার, শরীয়তপুর পৌরসভার যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, যুবলীগ নেতা জামাল ফকির, স্বপন খান, সোহেল খান, ইয়াকুব মুন্সী, মোকলেস, জাকির, মজিদ মুন্সী, বিল্লাল, জলিল, নিজাম বেপারী, মিলন প্রমুখ।
এতে স্বেচ্ছাসেবক লীগের পক্ষে অংশগ্রহণ করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহাদাত হোসেন পাহাড়, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জুয়েল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আলমগীর চৌকিদার, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন লিটন, সহ-ত্রাণ সম্পাদক শহিদুল শিকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন শেখ, সোহাগ খান, সুমন পাটোয়ারী, হায়দার, রিজভী আহম্মেদ মনির, রিয়াজ সরদার, সাজ্জাদ, ওমর প্রমুখ।
এতে ছাত্রলীগের পক্ষে অংশগ্রহণ করেন, জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাশেদউজ্জামান, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান শাওন, জাহাঙ্গীর চৌকিদার, হাবিবুর রহমান রাকিব বেপারী, হিরো মাদবর, সাদ্দাম খানত, রাশেদ শিকদার, সোহাগ বেপারী, রাসেল জমাদ্দার, সোহান হাওলাদার, শামীম মোল্যা, সাইফুর রহমান সোহান, রাকির মোল্যা, সাজ্জাদ হোসেন স্মরণ, মশিউর রহমান লিমন, আশিক মাঝি প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের মহাসমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় মতিঝিল থানায় করা হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন ট্রাইবুন্যাল। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবনের আদেশ দেয়া হয়েছে।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here