শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

0
278

শরীয়তপুর প্রতিনিধি:
“উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” এ শ্লোগান’কে সামনে রেখে শরীয়তপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ এপ্রিল ২০১৮ ইং) সকাল ১০টায় শরীয়তপুর জেলা ও দায়রা জজ কোর্টের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
শরীয়তপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আব্দুল মোমেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম মোছাঃ মরিয়ম মুন মুঞ্জুরী, সিভিল সার্জন ডাঃ মোঃ খলিলুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মীর্জা হজরত আলী, সাধারন সম্পাদক এ্যাড. মোঃ আবু সাঈদ, সরকারী কৌসুলী (জি.পি) এ্যাড. মোঃ আলমগীর মুন্সী, জেডএইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডীন ড. মোঃ এমরান পারভেজ, যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুবুল আলম প্রমূখ। এরপূর্বে জেলা ও দায়রা জজ কোর্টের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। অনুষ্ঠানে এ্যাড. মাসুদুর রহমান, রাজ এমডি আলী আকবর বাঙ্গাল সহ আইনজীবী ও সাংবাদিক এবং নানান শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here