শরীয়তপুরে খালেদা জিয়ার মুক্তির দাবির বিক্ষোভে পুলিশি বাধা

0
398

শরীয়তপুর প্রতিনিধি:
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা’র প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে পুলিশি বাধা ও ব্যানার নিয়ে যাওয়ায় অবস্থান কর্মসূচী পালন করেছে তারা (বিএনপি সমর্থক আইনজীবীরা)। সোমবার সকালে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সামনে এ অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণ করেন, শরীয়তপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ভিপি অ্যাড. মনিরুজ্জামান খান দিপু, দপ্তর সম্পাদক অ্যাড. কামরুল হাসান, সহ-প্রচার সম্পাদক অ্যাড. মৃধা নজরুল কবির, সহ-আইন সম্পাদক অ্যাড. মাহবুবুর রহমান খান স্বপন, অ্যাড. রুবায়েত আনোয়ার মনির, অ্যাড. এমদাদ হোসেন খান, অ্যাড. জাফর ইকবাল মাসুদ, অ্যাড. সুলতান নাসির, অ্যাড. লোকমান হোসেন, শিক্ষানবিশ আইনজীবী আঃ রউফ, ফিরোজ হোসেন, মোক্তার হোসেন প্রমূখ। এসময় তারা খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহার সহ অবিলম্বে খালেদা জিয়া’র মুুক্তি দাবি করেন। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচীর ঘোষণা দেন।
অন্যদিকে, গত শুক্রবার একই দাবিতে (বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা’র প্রতিবাদে) শরীয়তপুর শহরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলের পরে পুলিশের হাতে গ্রেফতার হওয়া জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল মাদবর, সদর পৌরসভা বিএনপি’র সহ-সভাপতি কামাল শেখ, পৌরসভা যুবদলের সহ-সভাপতি সোহেল সরদার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক জনি খান ও যুবদল নেতা শাহআলম সোমবার জামিন পেয়েছে। আসামী পক্ষের আইনজীবী ও জেলা বিএনপি’র শরীয়তপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ভিপি অ্যাড. মনিরুজ্জামান খান দিপু এ তথ্য নিশ্চিত করেন। এছাড়াও তাদের অন্যান্য আইনজীবী জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক অ্যাড. মৃধা নজরুল কবির, অ্যাড. জালাল আহমেদ সবুজ, অ্যাড. সুলতান নাসির, অ্যাড. আঃ মালেক, অ্যাড. লোকমান হোসেন একই তথ্য জানান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here