শরীয়তপুরের মাহমুদপুরের নির্বাচনী কেন্দ্র পরিবর্তনের দাবি

0
297

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নির্বাচনী কেন্দ্র পরিবর্তনের দাবিতে আবেদন করা হয়েছে। সোমবার সকালে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোসাঃ রেবা বেগম ও সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য রিনা আক্তার এ আবেদনপত্র জমা দেন জেলা নির্বাচন কর্মকর্তা সেক জালাল উদ্দীনের কাছে। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা এমারত তালুকদার, মাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী হোসেন খান, মাহমুদপুর ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরু জালাল সরদার, সাবেক ইউপি সদস্য নুরু সরদার, আওয়ামীলীগ নেতা জলিল সরদার, নান্নু তালকুদার, তাহের ঢালী, সিরাজ চৌকিদার, মাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হান্নান তালুকদার, যুবলীগ নেতা হালান ফকির, ইকবাল চৌকিদার, করিম চৌকিদার, রহিম চৌকিদার, শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আবেদনপত্র সূত্রে জানা যায়, জাতীয় সংসদ নির্বাচনে (শরীয়তপুর-১ আসন (পালং-জাজিরা)-২২১) মাহমুদপুর ইউনিয়নে দুইটি কেন্দ্র ছিলো- একটি হচ্ছে, মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পশ্চিম মাহমুদপুর-১, কাশি মাহমুদের কান্দি-২, হবিপুর-৩ এবং অপরটি ছিলো মাহমুদপুর হাটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে খা ঁপাড়া-৪, হিন্দুপাড়া-৪, মাহমুদপুর-৫, সিপাইপাড়া-৫, ছোট বিনোদপুর-৬, চরের কান্দি-৬, রামানন্দের হাওলা-৬, দক্ষিণ মাহমুদ-৭, দক্ষিণ মাহমুদ-৮, পূর্ব মাহমুদপুর-৮, কদমতলী-৯, দক্ষিণ মাহমুদপুর-৯। তবে বর্তমানে মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কদমতলী-৯, দক্ষিণ মাহমুদপুর-৯ সংযোজন করা হয়েছে। এতে করে ভোটার উপস্থিতি খুবই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে ওই এলাকার ভোটাররা নতুন কেন্দ্রে যেতে রাজি নয়। তাই তারা পূর্বের কেন্দ্র বহালের জোর দাবি জানিয়েছেন বলেও জানা গেছে।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here