শরিকদের ৫৫-৬০ আসন দেয়া হয়েছে: কাদের

0
219

খবর৭১ঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৫৫ থেকে ৬০টি আসন দেয়া হয়েছে। তবে দুই-একটি এদিক-সেদিক হতে পারে, যা আজকালের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে।

শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ২৪০ আসনে প্রার্থী রেখেছে। শরিক দলগুলো যদি মনে করে তাদের নিজস্ব প্রতীক নিয়ে অন্যান্য আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তবে তারা তা করতে পারবেন।

‘আজ রাতেই ৩০০ আসনের মনোনয়নের একক প্রার্থীদের তালিকা দলীয় সভানেত্রীর হাতে দেয়া হবে। তিনি এটি চূড়ান্ত করবেন।’

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনে মহাজোটের শরিক জাতীয় পার্টিকে ৪০-৪২টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পাঁচটি, জাসদ (ইনু) তিনটি, জাসদ (আম্বিয়া) একটি, তরিকত ফেডারেশন দুটি, যুক্তফ্রন্ট (বিকল্পধারা) তিনটি এবং জাতীয় পার্টিকে (জেপি) দুটি আসন ছেড়ে দেয়া হয়েছে।

‘শরিক দলগুলোর যেসব প্রার্থীকে আসন দেয়া হয়েছে, তারা নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নেবেন,’ বললেন ওবায়দুল কাদের।

তবে এর বাইরে শরিক দলগুলো নিজেদের প্রতীকে আলাদাভাবে নির্বাচন করতে পারবে বলে জানিয়ে তিনি বলেন, আমাদের ১৭টি আসনে একাধিক প্রার্থী ছিল। সেগুলো একক প্রার্থী দিয়েছি।

এর আগে ধানমণ্ডিতে শরিক দলগুলোর প্রার্থীদের চিঠি দেয় আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান ও জাসদ সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here