শফিউল আলম প্রধান আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম স্থপতিঃ জাগপা

0
439

Yখবর ৭১ঃ
জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের স্থপতি মরহুম শফিউল আলম প্রধানের ৬৯তম জন্মদিনে বনানী কবরস্থানে         শ্রদ্ধা জানিয়ে জাগপা নেতৃবৃন্দ বলেন, শফিউল আলম প্রধান গণতান্ত্রিক আন্দোলনের একজন সিংহ পুরুষ। ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র স্বাধীনতা সংগ্রাম, ৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দৃশ্যমান এই মহান রাজনীতিবিদকে জাতি চিরদিন স্মরণ করবে।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতা ও গণতন্ত্রের মহাসংকটে দেশবাসী আজ শফিউল আলম প্রধানের শূন্যতা অনুভব করছে। তাঁর আকস্মিক মৃত্যু দেশের জন্য বিরাট ক্ষতি বয়ে এনেছে যা পূরণীয় নয়।

উল্লেখ্য, শফিউল আলম প্রধান ১৯৪৯ সালের ১লা জানুয়ারি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাবাসা গ্রামের প্রধানপাড়ায় পূর্ব পাকিস্তানের আইন পরিষদের ডেপুটি স্পীকার মরহুম গমির উদ্দিন প্রধানের পরিবারে জন্মগ্রহণ করেন।

আজ মঙ্গলবার বিকাল ৩ টায় বনানী শফিউল আলম প্রধানের কবরে জাগপা’র শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

জাগপা’র সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা কামাল, জাগপা’র সহ সভাপতি রাশেদ প্রধান এর সহধর্মিনী ও মহিলা জাগপা’র নেত্রী নাফিজা প্রধান, যুব জাগপা’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here