শপথ নিলেন কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট

0
216

খবর৭১ঃ কলম্বিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট ইভান দুকে শপথ নিয়েছেন। মঙ্গলবার (০৭ আগস্ট) শপথ নেন তিনি। দেশটির রক্ষণশীল রাজনীতিতে নতুন আগমন ইভান দুকে’র।

শপথ অনুষ্ঠানে ইভান দুকে বক্তৃতায় বলেন, সকল দুর্নীতি মোকাবেলা করে দেশের অর্থনীতির উদ্দীপনাকে পরিবর্তন করতে হবে। এছাড়া সকল দল বা বিদ্রোহী গ্রুপকে একত্র করে নতুন কলম্বিয়া গঠনের আশা ব্যক্ত করেন তিনি।

চলতি বছরের জুনে কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন তিনি। দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি গুস্তাভো পেত্রোকে পরাজিত করে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হন ডানপন্থি রাজনীতিক ইভান দুকে।

প্রথম রাউন্ডে নির্বাচনে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। কিন্তু দ্বিতীয় রাউন্ডে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে কলম্বিয়ায় সরকার গড়ার পথে ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি।

নিকটতম প্রার্থী হিউমেন কলম্বিয়ার গুস্তাভো পেত্রোকে ২০ লাখের বেশি ভোটে হারান ইভান। তার সহকর্মী মার্তা লুসিয়া রামিরেজ হতে যাচ্ছেন কলম্বিয়ার প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here