শপথ নিলেন আপিল বিভাগের নতুন ৩ বিচারপতি

0
356

খবর ৭১ঃ শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন তিন বিচারপতি। মঙ্গলবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

এ তিনজনসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল সাতজনে। শপথ গ্রহণ অনুষ্ঠানে আপিল বিভাগ ও হাইকোর্টের অর্ধশতাধিক বিচারপতি উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল সোমবার সংবিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো. নূরুজ্জামান। নতুন তিন বিচারপতিকে নিয়ে এখন আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

বর্তমানে আপিল বিভাগে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ চারজন বিচারপতি রয়েছেন। অন্যানারা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here