শতাধিক গাড়ি কাদায় আটকে গেল গুগল ম্যাপের উপর ভরসা করে

0
743

খবর৭১ঃ

অচেনা রাস্তায় বের হলেলে একমাত্র ভরসা গুগল ম্যাপের, কিন্ত গুগল ম্যাপ কি সব সময় সঠিক রাস্তাই দেখায়? নিজের বিচার বুদ্ধি সরিয়ে রেখে অন্ধের মত গুগলের ম্যাপের উপর ভরসা করে কাদায় আটকে পড়ল শতাধিক গাড়ি। আমেরিকার কলোরাডোয় এই ঘটনা ঘটেছে।

ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার পথে পেনা বলিভিয়ার্ড নামক এক রাস্তায় একটি দুর্ঘটনা ঘটায় রাস্তাটি বন্ধ হয়ে যায়। বিমানবন্দরের দিকে যাওয়া গাড়িগুলো অবস্থা বেগতিক দেখে গুগল ম্যাপের দ্বারস্থ হন, ম্যাপে দেখানো শর্টকাট পথ ধরলে তা এক মেঠো পথে এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়।

আরও কিছুটা এগোনোর পর পথটি দেখা যায় পুরো কাদায় ভর্তি। এগোতে গিয়ে একে একে প্রায় সব গাড়িই কাদায় আটকে পড়ে, যে কয়েকটি গাড়ি কাদায় আটকায়নি তাদেরও পিছনে ফিরে যাওয়ার কোনও উপায় নেই, কারণ পিছনে তখন গাড়ির লম্বা লাইন।
কোনি নামক এক নারী যিনি নিজেও ওই রাস্তায় আটকে পড়েছিলেন, তিনি বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় আমি বাধ্য হয়ে গুগল ম্যাপের দ্বারস্থ হই, ম্যাপে দেখায় ৪৩ মিনিটের রাস্তা ২৩ মিনিটেই পৌঁছে যাওয়া যাবে শর্টকাট অনুসরণ করলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here