শঙ্কা নিয়েই দলে ফিরলেন সাকিব

0
390

খবর ৭১ঃ খেলার জন্য এখনও ফিট নন। প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কিনা তা হলফ করে বলা মুশকিল। যদিও সিরিজ শুরু হতে এখনও ১০দিন বাকি। তবে তার হাতের ফোলা এখনও কমেনি। যে কারণে দুশ্চিন্তা হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে দেশসেরা এই ক্রিকেটারের খেলা নিয়ে।

সাকিব আল হাসানকে নিয়ে চিন্তিত ক্রিকেট বোর্ডও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, খেলার জন্য ফিট হতে সাকিবের আরও ৮ থেকে ১০ দিন সময় লাগতে পারে। ওর হাতের এখন যা অবস্থা তাতে আমার মনে হয় ব্যাটিং করতে পারবে। তবে বোলিং এবং ফিল্ডিং করা নিয়ে দুশ্চিন্তা আছে। হয়ত প্রথম দুই একটা ম্যাচে আমরা সাকিবকে পাব না।

আগামী ৮ মার্চ শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। তিনজাতির সিরিজে ভারত ও শ্রীলংকার সঙ্গে খেলবে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ফর্মেটের এই সিরিজে সাকিব আল হাসানকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে এর আগে ঘরের মাঠে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি সাকিবের।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here