শক্তি বাড়ান, এবার ভোটকেন্দ্র পাহারা দিতে হবে: নেতাকর্মীদের এরশাদ

0
273

খবর৭১ঃ বাংলাদেশে ‘ডান্ডা ও শক্তি দিয়ে’ নির্বাচন হয় মন্তব্য করে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‘ভোটকেন্দ্র পাহারা দেয়ার জন্য শক্তি অর্জন করতে হবে। আপনারা শক্তি অর্জন করুন। এবার ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।’

রবিবার (১৯ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের চিলমারীতে এক মতবিনিময় সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এরশাদ এ আহ্বান জানান।

কুড়িগ্রামকে মঙ্গাপীড়িত এলাকা উল্লেখ করে তিনি বলেন, ‘এখানে সরকার কোনও উন্নয়নমূলক কাজ করেনি। আমরা অবহেলিত, দুর্গত-পীড়িত। এখানে কোনও মিল-ইন্ডাস্ট্রি নেই। এখানকার মানুষ মঙ্গাপীড়িত। কাজের সন্ধানে তাদেরকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছুটতে হয়। এখানকার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।’

তিনি আরও বলেন, ‘ ‘কুড়িগ্রাম আমার জন্মস্থান, এখানে কোনোবারই আমি নির্বাচনে হারিনি। আগামীতেও ভালো কাউকে দেখে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে। নির্বাচনের আগে যে ছোট মন্ত্রিসভা হবে, সেখানে জাতীয় পার্টির অংশগ্রহণ থাকবে। তবে কাকে সেই মন্ত্রিসভায় নেয়া হবে, তা এখনো ঠিক করা হয়নি।’

এরশাদ বলেন, ‘বিএনপির শাসনামলে বিনা অপরাধে কোনও অভিযোগপত্র ছাড়াই আমাকে ৬ বছর জেল খাটতে হয়েছে। সে সময়ের কথা মানুষ ভোলে নাই।’

কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ অধ্যাপক মো. আককাস আলী সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন মেজর (অব.) আশরাফ-উদ-দৌলা তাজ, নীলফামারী-৪ আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ শওকত আলী, কুড়িগ্রাম-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান, জাপা কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুস সালাম, চিলমারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ কে এম ফজলুল হক সিদ্দিক, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আবদুল মোত্তালেব প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here