লড়েই হারল বাংলাদেশ

0
329

খবর৭১: হাতে থাকা ম্যাচটি ভারতকে উপহার দিয়ে আরও একবার ১৬ কোটি বাঙালিকে আশাহত করলো বাংলাদেশ ক্রিকেট দল। পাঁচ উইকেটে ম্যাচ জয় করে নিদাহাস ট্রফি ঘরে তুলে নিল টিম ইন্ডিয়া।

রোববার কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলার শেষ মুহুর্তে ম্যাচের রং বদলে যেতে শুরু করে। ১৪তম ওভারে রোহিত শর্মাকে বিদায় করেন নাজমুল অপু। দলীয় ৯৮ রানের মাথায় ভারত তৃতীয় উইকেট হারায়। রোহিত শর্মা বিদায়ের আগে ৪২ বলে চারটি বাউন্ডারি আর তিনটি ওভার বাউন্ডারিতে করেন ৫৬ রান।

ভারতের ওপেনিংয়ে নামেন রোহিত শর্মা আর শিখর ধাওয়ান। দলীয় ৩২ রানের মাথায় সাকিব ফিরিয়ে দেন ১০ রান করা শিখর ধাওয়ানকে। রুবেলের করা ইনিংসের চতুর্থ ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দেন সুরেশ রায়না। আম্পায়ার উল্টো ওয়াইডের সংকেত দেন। মুশফিক-সাকিবের প্রতিবাদে পরে থার্ড আম্পায়ারের সাহায্য নেন আম্পায়ার। তাতে টিভি রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দেওয়া হয়। রায়না বিদায় নেন ০ রানে। ইনিংসের দশম ওভারে রুবেল ফেরান লোকেশ রাহুলকে। দলীয় ৮৩ রানের মাথায় বিদায় নেওয়ার আগে রাহুল ১৪ বলে দুই চার-এক ছয়ে করেন ২৪ রান।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে চরম ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়েছে বাংলাদেশের টপ অর্ডার। তবে ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যেও ব্যাতিক্রম ছিলেন সাব্বির রহমান। তার হাফ সেঞ্চুরির উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৬৬ রান।

৫০ বলে ৭৭ রান করেন সাব্বির। তার ইনিংসে ছিল ৪টি ছয় ও ৭টি চারের মার। শেষের দিকে মেহেদী হাসান মিরাজের ৭ বলে ১৯ রানের ঝড়ো ইনিংসে সম্মানজনক পুঁজি গড়ে বাংলাদেশ। এছাড়া মাহমুদউল্লাহ ২১ ও তামিম ১৫ রান করেন। ভারতের হয়ে সর্ব্বোচ্চ ৩ উইকেট শিকার করেন যুভেন্দ্র চাহাল। দুটি উইকেট নেন জয়দেব উনাদকাত।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৮ রানেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। এদিন ওপেনিংয়ে নামেন তামিম ইকবাল এবং লিটন দাস। ইনিংসের চতুর্থ ওভারে বিদায় নেন লিটন । ওয়াশিংটন সুন্দরের বলে টপএজ হয়ে সুরেশ রায়নার হাতে ধরা পড়ার আগে লিটন এক ছক্কায় ৯ বলে করেন ১১ রান। দলীয় ২৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি লাইনে দুর্দান্ত এক ক্যাচে শারদুল ঠাকুরের হাতে ধরা পড়েন তামিম ইকবাল। স্কোরবোর্ডে কোনো রান না উঠতেই ফেরেন তামিম। যুভেন্দ্র চাহালের বলে আউট হওয়ার আগে তামিম ১৩ বলে একটি বাউন্ডারিতে করেন ১৫ রান। একই ওভারে ব্যক্তিগত ১ রান করে বিদায় নেন সৌম্য সরকার। ১১ বলেই বাংলাদেশ হারায় টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে। পাওয়ার প্লে’র ৬ ওভারে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪০/৩।

প্রথম ১০ ওভারে বাংলাদেশ তোলে ৩ উইকেট হারিয়ে ৬৮ রান। এগারোতম ওভারের প্রথম বলেই বিদায় নেন ইনফর্ম ব্যাটসম্যান মুশফিকুর রহিম। চাহালের বলে বিজয় শংকরের হাতে ধরা পড়ার আগে মুশফিক ১২ বলে করেন ৯ রান। দলীয় ৬৮ রানে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট। ১৪ ওভারে আসে দলীয় শতক।

১৫তম ওভারে সিঙ্গেল রান নিতে সাব্বির-মাহমুদউল্লাহর ভুল বোঝাবুঝিতে রান আউট হন মাহমুদউল্লাহ। ১০৪ রানে বাংলাদেশ পঞ্চম উইকেট হারায়। বিদায়ের আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ১৬ বলে দুটি চারে ২১ রান। সাব্বিরের সঙ্গে জুটি গড়েন ৩৬ রানের।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here