ল্যান্ডমাইন খুঁজে বের করবে এই উপগ্রহ

0
365

খবর৭১:গত ১৭ বছরে ভারতে ল্যান্ডমাইনে পা পড়ে ৩৭০০ জনের মৃত্যু হয়েছে। তাই ল্যান্ডমাইন খুঁজে বের করতে একটি কৃত্রিম উপগ্রহ বানাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

সংস্থাটি আশা করছে, ওই কৃত্রিম উপগ্রহের মাধ্যমেই মাটির নীচে লুকনো ল্যান্ডমাইনের হদিশ মিললে বহু মানুষের প্রাণ বাঁচবে।
জানা গেছে, ইসরোর কৃত্রিম উপগ্রহটির নাম ‘হাইসিস’। এর দৈর্ঘ্য ২.৫x১.১x১.৩ মিটার। ছোট আয়তনের এই উপগ্রহ ভূ-পর্যবেক্ষণ করে হাই-রেজোলিউশন ছবি পাঠাবে ইসরোর বিজ্ঞানীদের।

আরো জানা গেছে, মাটির নীচে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত যা কিছু আছে সবই ধরা পড়বে ইসরোর উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরায়। আর এই উপগ্রহটি আগামী পাঁচ বছর ভারতের ওপর নজরদারি চালাবে।

এ ব্যাপারে আইআইটি চেন্নাইয়ের অধ্যাপক উদয় কে খানখোজে জানান, রেডারের মতো ভাল না হলেও এই কৃত্রিম উপগ্রহ অত্যন্ত কার্যকরী হবে বলেই আশা। কাশ্মীর সীমান্ত থেকে শুরু করে ছত্তিশগড়ের মাও অধ্যুষিত এলাগুলিতে পোঁতা রয়েছে হাজার হাজার ল্যান্ডমাইন। লুকোনো মৃত্যুফাঁদে পড়ে প্রাণ হারিয়েছেন অনেকেই।

এবার সেগুলিকে খুঁজে বের করতে সাহায্য করবে ‘ছোটা ভিম’।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here