লোহাগড়ায় ভিজিএফের ২৩ বস্তা চাল আটক মামলা প্রক্রিয়াধীন

0
266

এসকে,এমডি ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ্যদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ২৩ বস্তা চাল আটক করেছে প্রশাসন। এ ঘটনায় লোহাগড়া থানায় শুক্রবার বিকালে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল ।

মামলার সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চালের মধ্য থেকে ২৩ বস্তা চাল(১১৫০ কেজি) বিতরণ না করে আত্মসাত করার জন্য সাজ্জাদ খানের মন্ডলবাগ বাজারের দোকান ঘরে রাখা হয় । সাজ্জাদ খান শালনগর ইউনিয়নের চেয়ারম্যান খান তসরুল ইসলামের চাচাতো ভাই। গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২১জুন) রাতে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, সহকারী কমিশনার (ভূমি)এম এম আরাফাত হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আজিম উদ্দিন অভিযান চালিয়ে ওই চাল আটক করে দোকানঘর সিলগালা করে দেন । এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আজিম উদ্দিন বাদী হয়ে সাজ্জাদ খানকে আসামী করে শুক্রবার বিকালে লোহাগড়া থানায় মামলা দায়েরের জন্যে অভিযোগপত্র জমা দেন। লোহাগড়া থানার ওসি(তদন্ত) মোঃ মনিরুল ইসলাম জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here