লোহাগড়ায় দোকানঘর ভেঙ্গে দেয়ায় আ’লীগ,ছাত্রলীগ,যুবলীগ নেতাসহ ৬ জনের নামে মামলা

0
244

লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়া থানা-খেয়াঘাট সড়কে জেলা পরিষদের আংশিক জায়গায় নির্মিত ১২টি দোকানঘর ভেঙ্গে দেয়ার অভিযোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা মনিরুজ্জামান বাচ্চু, জেলা ছাত্রলীগ নেতা, জেলা যুবলীগ নেতা,এ্যাডভোকেট,শিক্ষক সহ ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী এমামুল হাসান বাদী হয়ে লোহাগড়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের ঘটনায় এলাকার মুসল্লি, ছাত্রলীগ,যুবলীগ ও আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগে জানা গেছে, জেলা পরিষদের জায়গায় প্রায় ২০ বছর ধরে ১২টি দোকানঘর নিজেদের টাকায় নির্মাণ করে তারা ব্যবসা করে আসছিলেন। গত শুক্রবার (২৩ মার্চ) ভোরে লক্ষীপাশা কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সদস্যরা বেআইনি ভাবে দোকান গুলো ভেঙ্গে দেয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা শনিবার (২৪ মার্চ) মানববন্ধন করে।
মামলার আসামিরা হলেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা মনিরুজ্জামান বাচ্চু, এ্যাডভোকেট আররাফ হোসেন, মসজিদ কমিটির অর্থ সম্পাদক মো: সালেক মুন্সি, জেলা যুবলীগের সদস্য শেখ ছদর উদ্দিন শামিম, জেলা ছাত্রলীগের সহসভাপতি শেখ সগির উদ্দিন সনেট, শিক্ষক আরিফ শেখ।
মসজিদ পরিচালনা পর্ষদ সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি লোহাগড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, সাবরেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডল, মসজিদ পরিচালনা পর্ষদ নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যাক্তিরা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ(হাসপাতাল সংলগ্ন) মার্কেটের চারতলা ভবনের নির্মাণ কাজের গোড়াপত্তন করেন। পরে গত ২৮ ফেব্রুয়ারি লোহাগড়া পৌর মেয়র উপজেলা যুবলীগ সভাপিত মোঃ আশরাফুল আলম আনুষ্ঠানিকভাবে মসজিদ মার্কেটের চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় কোন ব্যবসায়ি বাধাপ্রদান করেনি। পরে কমিটির নেতৃবৃন্দ মসজিদের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা পুরাতন জরাজীর্ণ ১২ টি দোকানঘর অপসারণ করে। কমিটির অভিযোগ দোকানদার জাকির, মজনু, সিরাজ, লাবলু মসজিদের কাজ বন্ধ করতে ষড়যন্ত্র করেছে। মসজি কমিটি আরো জানায়, জেলা পরিষদ ওই সব দোকানঘর তাদের জমির উপর বললেও প্রকৃত পক্ষে জেলা পরিষদের ২/৩ হাত জমি ওই দোনগুলির মধ্যে ছিল। বাকি দোকান মসজিদের জমিতে ছিল। এলাকার লোকজন ও আওয়ামী, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ মুসল্লিরা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। লোহাগড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খবর৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here