লোহাগড়ায় জ্বালানী তেলবাহী ট্রাকের ঢাকনার বিস্ফোরণে যুবক আহত

0
229

এসকে,এমডি ইকবাল হাসান লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় জ্বালানী তেলবাহী ট্রাকের(ট্যাংকলরী) ঢাকনার বিস্ফোরণে এক যুবক মারাত্বক আহত ও ঘটনার পরে অপর এক মহিলা অসুস্থ হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লক্ষীপাশাস্থ পল্লী বিদ্যৎ অফিস সংলগ্ন জ্বালানী তেল বিক্রির দোকানের (সোমা এন্টারপ্রাইজ) সামনে তেলবাহী ট্রাকে ওয়েলডিং মেশিন দিয়ে মেরামত কাজ চলছিল। বিদ্যুৎ সংযোগ পাওয়ায় হঠাৎ তেলবাহী ট্রাকের ট্যাংকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় লোহাগড়ার কুন্দসী গ্রামের বিল্লাল এর ছেলে বকুল ইসলাম(২৫) মারাত্বক আহত হয়। বিস্ফোরিত ট্যাংকির লোহার পাতের আঘাতে বকুলের দুটি হাত,দুটি পা ভেঙ্গে যাওয়া সহ শরীর ক্ষতবিক্ষত হয়।তেলের দোকানে আগুন লেগেছে এমন খবর শুনে সোমা এন্টারপ্রইজের মালিক মনিরুজ্জামানের স্ত্রী রুমা পারভীন(৩৮) স্ট্রোকে আক্রান্ত হন। ওই দুজনকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোকানের মালিক পলাতক রয়েছেন। লোহাগড়া থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। খবর পেয়ে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here