লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে হত্যার ঘটনায় মামলা দায়ের আটক ৪

0
207

এসকে,এমডি ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে খায়ের মৃধা(৩৭) নামে এক টিউবয়েল শ্রমিক কে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের বোন রোকসানা বাদি হয়ে ৫১জনকে আসামী করে রোববার(২২ এপ্রিল) রাতে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং- ২১। এঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।

সংশ্লিষ্ট সূত্র ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার(২১ এপ্রিল) সকাল ৭ টার দিকে পারমল্লিকপুর ভ্যান স্টান্ডে পূর্ব শত্রæতার জের ধরে দুলাল ঠাকুর গ্রæপ এর লোকজনের সাথে হিমু-জলিল-লিটু শেখের নেতৃত্বাধীন গ্রæপের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় কয়েকজন আহত হন। লোহাগড়া হাসপাতালে চিকিৎসার জন্য নেবার পথে প্রতিপক্ষরা খায়ের মৃধাকে পথিমধ্যে ভ্যান থেকে নামিয়ে পুনরায় কুপিয়ে জখম করে । পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। নিহত খায়ের মৃধা ওই গ্রামের মৃত মকিম মৃধার ছেলে এবং দুলাল ঠাকুর গ্রæপের সদস্য ছিল।
খায়ের মৃধার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামে আবারো উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুপক্ষ আবারো সংঘর্ষে লিপ্ত হয়। এসময় সজিব শেখ, অনিল ঠাকুর, সবুজ মিনা, নিওন সরদার, রিয়াজুল ঠাকুর, শিশু পিংকি গুলিবিদ্ধ সহ অন্তত ১৫ জন আহত হয়। আহতরা লোহাগড়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, ২০১৬ সালের ১৬ আগষ্ট পারমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দুলাল ঠাকুর গ্রæপের লোকজন প্রতিপক্ষ গ্রæপের নুর ইসলাম মৃধা কে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় আহত ইকবাল মৃধাও পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এঘটনায় নুর ইসলাম মৃধার স্ত্রী রোখসানা বেগম বাদি হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-১১। তারিখ ১৯/৮/১৬। ওই হত্যাকান্ডের জের ধরে আবারো একই গ্রামে আবারো হত্যাকান্ডের ঘটনা ঘটলো। গত তিন বছরে পারমল্লিকপুর গ্রামের এক মৃধা বংশেরই তিন জন খুন হলেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, বর্তমানে ওই গ্রামের পরিস্থিতি শান্ত। আসামী গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here